02যশোর সদর উপজেলার দুটি ইউনিয়নে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল ও তাদের আটক করেন।
আটকরা হলেন প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম, সহকারী প্রিসাইডিং অফিসার ইসরাত জাহান ও আকবর আলী।
আটক রফিকুল ইসলাম কাশিমপুর ইউনিয়নের ও চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
আর ইসরাত জাহান বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং এবং আকবর আলী চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান জানান, উক্ত দুই কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারের জিম্মায় সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে।
পরে ওই দুটি কেন্দ্রের ভোট বাতিল ও তাদের আটক করা হয় বলেও জানান তিনি।
এদিকে, জেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া স্কুল কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হাসান আলী (৩০) নামের এক আওয়ামী লীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি ইউনিয়নের শাহপুর গ্রামের হারেজ আলীর ছেলে। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাসান আলীর শরীরে ৩টি গুলি লেগছে। তবে তিনি আশংকামুক্ত।