ভারতের উত্তর প্রদেশে হোলি উৎসবে ২৪জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি।
শুক্রবার পুলিশের বরাতে এনডিটিভি বলছে, লক্ষ্ণৌতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুলান্দশহরে অপর এক দুর্ঘটনায় আরও ৯জন মারা গেছেন। বাকিদের মৃত্যু হয়েছে মারামারি অথবা মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। বেপরোয়া গতি ও মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনাগুলো ঘটে।
উত্তর প্রদেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামান্য ইস্যুতে কলহের সূত্রপাতের ঘটনাও বেশ কয়েকজন নিহত হওয়ার জন্য দায়ী।
রঙের উৎসব হোলিকেন্দ্রিক গাড়ি দুর্ঘটনায় প্রায় ২৫২ জন মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশেরই মাথায় আঘাত লেগেছে অথবা হাত-পায়ের হাড় ভেঙে গেছে।