নোয়াখালীর মাইজদীতে মোবাইল ফোনের দোকানে ডাকাতিকালে মালিক-কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় ১৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ মার্চ) বিকালে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারক এএনএন মোরশেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে মাইজদীর ‘মোবাইল ফেয়ার’ নামে একটি মোবাইল দোকানে সশস্ত্র হামলা চালায় ডাকাতরা। এসময় তাদের গুলিতে দোকান মালিক ফিরোজ কবির মিনল এবং কর্মচারী সুমন পাল নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির মধ্যে ১৩ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির দ-াদেশ প্রাপ্তদের মধ্যে ২জন এরই মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী ফাঁসির আদেশের বিষয়টি জানিয়েছেন।