
ছবির ক্যাপশনে তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন। কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে অলিপুর এলাকায় পানির ট্যাংক সংলগ্ন একটি কালভার্টের পাশের ঝোপ থেকে রোববার রাতে সোহাগী জাহান তনু নামের ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাসকিন। সবাই যখন তার নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছে, তখন কুমিল্লার তনুর মৃত্যুতে শোক জানিয়ে দুঃখ প্রকাশ করলেন তাসকিন।