রাশিয়ায় ‘ফ্লাইদুবাই’-এর বিমান বিধ্বস্ত, নিহত ৬২
রাশিয়ায় ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান ‘বিধ্বস্ত’ হয়ে ৬২ যাত্রী নিহত হয়েছে বলে জানাচ্ছে রাশিয়ার স্থানীয় গণমাধ্যম। ফ্লাই দুবাইয়ের বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রুস্তভ-অন-দন শহরে শনিবার গ্রিনিচ মান সময় রাত পৌনে ১টায় বিধ্বস্ত হয়। বিমানটিতে ৫৫ যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার আঞ্চলিক জরুরি মন্ত্রণালয়। যাত্রীদের সবাই রাশিয়ান এবং ক্রুরা বিদেশি বলে জানায় রাশিয়ার স্থানীয় গণমাধ্যম।

বোয়িং-৭৩৮ বিমানটি দুবাই থেকে আসছিল। বিমানটি অবতরণ করতে চাইলে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনাস্থলে ১০০ উদ্ধারকর্মী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।দুবাইভিত্তিক ফ্লাইদুবাই একটি কম-ব্যয়ের বিমান সংস্থা। প্রায় ৯০টি গন্তব্যে এর বিমান চলাচল করে।