01শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার শিমুলতলা গ্রামে রিগান দেওয়ান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃ্ত্তরা। গতকাল রবিবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে বাবা-মায়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তারা রিগানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির পাশে মুদি দোকানে ব্যবসা করতেন রিগান দেওয়ান। শরীয়তপুর জেলা যুবলীগের সহসভাপতি শালধ গ্রামের নাছির ফকির ও পণ্ডিতসার গ্রামের যুবলীগকর্মী মিন্টু মিরমালতের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। কয়েক দিন আগে ডিঙ্গামানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম তপদার ও মিন্টু মিরমালত দোকানে এসে নাছির ফকিরের লোকজনদের দোকানে বসতে দিতে নিষেধ করেন রিগানকে। এ নিয়ে রিগানের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিগানকে হত্যার হুমকি দেয় তারা।

গতকাল রবিবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে বাবা-মায়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুর্বৃত্তরা রিগানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় শাহ আলম তপদার ও মিন্টু মিরমালতকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন রিগান দেওয়ানের মা মনোয়ারা বেগম। খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইমরান হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়। ঘটনায় জড়িত সন্দেহে ইমরান হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”