কালিয়াকৈরে যমুনা গ্রুপের স্পিনিং কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর,১২ মার্চ।। গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে কারখানার প্রায় দেড়শ টন তুলা ও মূল্যবান মেশিনারিজ ও যন্ত্রাংশ পুড়ে গেছে। কারখানা ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের সফিপুর এলাকায় যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস লিমিটেড নামের একটি সুতা তৈরি কারখানার ব্লো রুমে শনিবার দিবাগত রাত পোনে ৮ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে মূহূর্তে আগুন কারখানায় সংরক্ষিত তুলা ও মেশিনের মধ্যে ছড়িয়ে পড়লে তা ভয়াভহ আকার ধারন করে। এসময়ে কারখানায় থাকা শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসে। খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ও গাজীপুরের ৬ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। দমকল বাহিনী প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. শাহজাহান মিয়া জানান, আগুনে কারখানার প্রায় দেড়শ টন তুলা ও মূল্যবান মেশিনপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপন করা সম্ভব হয়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ব্লো রুমে মেশিনের সঙ্গে স্পার্কিং হয়ে তুলায় আগুন ধরে যায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।