100রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যা মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সর্দার জানিয়েছেন, রবিবার রাতে থানা পুলিশের কাছ থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
চাইনিজ রেস্টুরেন্টের খাবার খেয়ে নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমান (৬) নামের দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে গত ২৯ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। সেসময় হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে। পরে ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।
জামলপুরে দুই শিশুকে দাফনের পর গত ৩ মার্চ ঐ শিশুদের বাবা, মা  ও খালাকে আটক করে ঢাকায় নিয়ে আসে র‌্যাব। সেখানে মা মাহফুজা মালেক জেসমিন হত্যার দায় স্বীকার করেন। এরপর মাহফুজার স্বামী আমানুল্লাহ বাদী হয়ে মামলা করেন।
শুক্রবার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদ করছে পুলিশ।
মাহফুজার যুক্তি, সন্তানদের ‘ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা’ থেকে নিজের স্কুলপড়ুয়া দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন।