ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে সংস্কারপন্থি ও মধ্যপন্থি রক্ষণশীলরা এগিয়ে আছেন বলে শনিবার আভাস পাওয়া গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফলাফলে সংস্কারপন্থিরা এগিয়ে থাকলে প্রেসিডেন্ট হাসান রুহানি নিজ প্রকল্পগুলো সহজে বাস্তবায়ন করতে পারবেন।
২৯০ আসনের পার্লামেন্ট নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ‘ফার্স’ ও মেহের’ এবং বার্তা সংস্থা এপির অনুসন্ধানে জানা যায়, ভোটে কট্টরপন্থীরা হারতে চলেছে।
শুক্রবার ইরানে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর একটি পার্লামেন্ট নির্বাচন। অন্যটি অ্যাসেম্বলি অব এক্সপার্ট নামে পরিচিত ধর্মীয় নেতাদের বাছাইয়ের নির্বাচন।
ইরানের আট কোটি লোকের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে ঠিক কত শতাংশ মানুষ ভোটে অংশ নিয়েছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।