“অচিরেই দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। মাওয়ার পদ্মা সেতু নির্মাণের কাজ শেষে দৌলতদিয়ায় দ্বিতীয় সেতুর কাজ শুরু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দৌলতদিয়াতেও একটি পদ্মা সেতু হবে।”
আজ শনিবার সকালে রাজবাড়ী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। মন্ত্রী বলেন, “দুটি সেতু একসাথে নির্মাণের সক্ষমতা আমাদের থাকলে খুশি হতাম। বিষয়টি বাস্তবসম্মত নয়।” রাজবাড়ী জেলার বিদ্যুৎ ও রাস্তা ঘাট সমস্যারও সমাধান করা হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জিল্লুল হাকিম, সানজিদা খানম, কামরুন নাহার চৌধুরী, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আকবর আলী মর্জি প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে তিনি রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছালে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে মন্ত্রীকে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী পৌরসভা ও জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গণসংবর্ধনা দেওয়া হয়।