মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বেপারিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে ধরে আব্দুর রহিমের স্ত্রী রহিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। একই সঙ্গে রহিমা আক্তার তার মেয়ে মেঘলা আক্তার (৯) ও ছেলে আকাশকে (৫) বিষপান করান। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রহিমার লাশ ময়না তদর্ন্তের জন্য গতকাল শুক্র বার সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
জানা যায়,উপজেলার হরগজ বেপারিপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে রহিমা আক্তার তার ছেলে ও মেয়েকে বিষপান করিয়ে নিজে বিষপান করে। পরে ছেলে-মেয়ের ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে রাতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ার কারণে রাতেই কর্তব্যরত চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করে। সদর হাসপাতালে নেয়ার পথে রহিমা আক্তার মারা যান। দুই ছেলে-মেয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানান, পারিবারিক কারণে বুধবার রাতে রহিমার সঙ্গে স্বামীর ঝগড়া হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যার জন্য দুই ছেলে-মেয়েকে বিষপান করিয়ে রহিমা নিজে বিষপান করে।
সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল্লাহ সরকার জানান,নিহতের ছেলে-মেয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।