IMG_6570

রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাসপাইপ বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ হওয়া ৫ সদস্যের মধ্যে মারা গেলেন ২ জন। শুক্রবার ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের (রোড নম্বর-০৩) ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে সারলিন (১৫), জারিফ (১১) ও জায়ান (১৪ মাস)। এদের মধ্যে সারলিন বিন নেওয়াজ ও শিশু জায়ান মারা গেছে। সারলিন উত্তরা রাজউক মডেলে কলেজের দশম শ্রেণীর ছাত্র। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে তার মৃত্যুর ঘোষণা দেয়া হয়। এদিকে জায়ান মারা গেছে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
প্রতিবেশী মনিরুজ্জামান জানান, শাহনেওয়াজ আমেরিকান অ্যাম্বাসির মেইনটেন্যাস্ট ইঞ্জিনিয়ার। সকালে তার স্ত্রী সুমাইয়া বেগম রান্না করতে যান। হঠাৎ গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। আগুনে একই পরিবারের ৫ জন গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।