নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন সাক্ষ্য শুরুর জন্য ২৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করে দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান জানান, আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আদালতে অন্য আসামিরা উপস্থিত থাকলেও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থতার কারণে হাজির করা হয়নি।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।
গত ৮ ফেব্রুয়ারি এই দুই মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দিয়েছিল আদালত।