10সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হাতে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি তিনি অপহরণকারী চক্রের সদস্য। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার গাংনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ সাদ্দাম হেসেন যশোর জেলার শার্শা উপজেলার কাজিরবিল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, সোমবার সকালে ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ব্যবসায়ী আব্দুস সেলিম অপহৃত হন। এ ঘটনায় যশোরের শার্শা উপজেলার কাজিরবিল থেকে মঙ্গলবার গভীর রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে আটক করা হয় চার অপহরণকারীকে।

আটক হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, বুধবার রাতে ওই একই এলাকা থেকে সাদ্দাম হোসেনকেও গ্রেফতার করা হয়। এপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ভোমরা এলাকায় যাওয়ার পথে পথিমধ্যে গাংনিয়া এলাকায় পৌঁছলে পুলিশের উপর হামলা চালায় তার সহযোগীরা। গুলিবিনিময়ের এক পর্যায়ে সাদ্দাম হোসেন পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় । এ সময় আহত সাদ্দাম হোসেনের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটার গান ও দুইটি রাম দা উদ্ধার করেছে। পরে গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।