2দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপে যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন।  নাম প্রকাশ না করে মার্কিন দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার ফক্স নিউজের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনে বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে চীন চাইনিজ শেনইয়াং জে-১১ ও জিয়ান জেএইচ-৭ নামক দুটি যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যারিন জেমস খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, চীনের যুদ্ধবিমান এর আগেও এই দ্বীপ ব্যবহার করেছিল। ১৯৯০’র দশক থেকে উডি দ্বীপে বিমান ওঠানামার জন্য একটি এয়ারফিল্ড রয়েছে। তবে গত বছর এ এয়ারফিল্ডের আধুনিকায়ন করা হয়। ফলে এখানে এখন জে-১১ বিমান ওঠা-নামা করতে পারে। তাইওয়ান ও ভিয়েতনামও এ দ্বীপের দাবি করছে। জেমস বলেন, বিরোধপূর্ণ দ্বীপে চীন যে অব্যাহতভাবে উন্নত অস্ত্র ব্যবস্থা স্থাপন করছে তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এএফপি।