শিখর ধাওয়ানকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই পেসার। ২ রান করেন ধাওয়ান। এরপর কোহলিকে ফিরিয়ে দেন মাশরাফি। আউট হবার আগে ১১ বলে ৮ রান করেন কোহলি।
সুরেশ রায়নাকে নিয়ে ভারতের স্কোরটাকে এগিয়ে নিচ্ছিলেন রোহিত শর্মা। তবে অষ্টম ওভারে রায়নাকে বোল্ড করেন মাহমুদউল্লাহ। আউট হবার আগে ১৩ রান করেন রায়না।
এরপর যুবরাজকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন রোহিত শর্মা। এ সময় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। অবশ্য এর আগে তাসকিনের বলে রোহিতের ক্যাচ ছেড়ে দেন সাকিব অাল হাসান।
এই জুটিতেই ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন ভারতীয় তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং। যুবরাজ আউট হবার পর বাংলাদেশের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডে।
২০তম ওভারে আউট হবার আগে ৮৩ রান করেন রোহিত। ৫৫ বলে ৭ চার ও তিন ছক্কায় ৮৩ রান করেন রোহিত।
কম যাননি হার্দিক পান্ডেও। মাত্র ১৮ বলে ৩১ রান করেন এই অলরাউন্ডার। শেষ বলে ছয় মেরে ভারতের স্কোরটাকে ১৬৬ তে নিয়ে যান মহেন্দ্র সিং ধোনি।
এর আগে হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ।
উইকেট ভেজা থাকায় এবং বোলাররা সুবিধা পাবে এই মনে করে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মাশরাফি।
বাংলাদেশ দল : সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা , আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
ভারত দল : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা।