সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মে মাসের শেষ সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম চার লেনের উদ্বোধন করা হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কে এ পর্যন্ত মোট তিন হাজার ৮১৬ কোটি টাকা ব্যয় হয়েছে। যু্ক্তিসংগত কারণেই ঢাকা-চট্টগ্রাম চার লেনের নির্মাণ খরচ বেড়েছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের ফাস্ট লেয়ারের কাজ আমরা সম্পন্ন করেছি। এখন ফিনিশিং লেয়ারের কাজ চলছে। ফিনিশিং লেয়ারের ১২১ কিলোমিটারের মতো হয়ে গেছে। ২৩টি ব্রিজের প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে, ২৪১টি কালভার্ট প্যাকেজও শেষ। ৩২ কিলোমিটারের ১৪টি বাইপাস (রি-অ্যালাইনমেন্ট) সড়কের কাজও শেষ হয়েছে।’
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রোড শতভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ২২৫ কিলোমিটার রাস্তার এলিভেটেডের জন্য প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে। এখন নকশা প্রণয়নের কাজ চলছে।