দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়ে প্রতিবেশীদের পর এবার অস্ট্রেলিয়াকে শাসাল চীন। এই বিরোধ নিরসনে দেশটিকে ‘ন্যায্য’ অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে অর্থনৈতিক পরাশক্তি চীন। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরুর প্রাক্কালে এমন আহ্বান জানালো দেশটি।
এর আগে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেছিলেন, সাগরের বিরোধপূর্ণ এলাকায় কৃত্রিম দ্বীপ তৈরি করা নিয়ে চীনের পরিকল্পনার জানতে চাইবেন তিনি। এর পরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘স্থানীয় শান্তি ও স্থিতি’ বিনষ্ট না করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানানো হয়।
তবে ধারনা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধকে পাশ কাটিয়ে বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি আসন্ন আলোচনায় প্রাধান্য পাবে।
বেইজিংয়ে পৌঁছানোর আগে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে দক্ষিণ চীন সাগরের বিরোধ নিয়ে তার দেশ এখনই কোন পক্ষ নিচ্ছে না। হেগের আন্তর্জাতিক আদালতে ফিলিপাইনের অভিযোগকে কেন্দ্র করে চলা শুনানির দিকে অস্ট্রেলিয়া নজর রাখছে বলে তিনি উল্লেখ করেছিলেন। সূত্র: বিবিসি