1ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষর্থী সবুজ হোসেন নামে এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। ‘প্রেমের দ্বন্দ্বে’ ছাত্রলীগ কর্মীরা সবুজকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নির্দেশে বেদম পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের পিছনে এ ঘটনা ঘটে। আহত সবুজকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রীর সঙ্গে প্রেম করা নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের কর্মী ও বাংলা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র গোলাম মোস্তফা সঙ্গে সবুজের দ্বন্দের সৃষ্টি হয়। এ দ্বন্দের জের ধরে অাজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সবুজ ক্লাশ থেকে বের হয়ে অনুষদ ভবনের পিছনে আসলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নির্দেশে ছাত্রলীগ কর্মী গোলাম মোস্তফা, ইংরেজি বিভাগের রিজবী আহমেদ পাপন, মিথুনসহ ১০-১২ জন তার উপর আতর্কিত হামলা চালায়। এসময় তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে সবুজকে বেধরক পেটায়।
পরে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান অবস্থায় সবুজকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার শাহিনুল আজম জানিয়েছেন।
এ বিষয়ে আহত ছাত্রদল কর্মী সবুজ বলেন, ‘ ছাত্রলীগ কর্মীরা কেন আমাকে মারল তা বুঝতে পারছি না। তবে আমাকে দলীয় কারণে মারেনি বলে আমার বিশ্বাস।’
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বলেন, ‘ওই ছেলে ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করায় আমার কয়েকজন কর্মী তাকে মারধর করেছে বলে শুনেছি।’