2শিশু শাহাদত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ পঞ্চম দফায় আবারও বর্ধিত করেছেন আদালত।

বুধবার দুপুরে গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।

এর আগে, ১৫ অক্টোবর থেকে এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ করেছেন। তিনি ডিভিশন অনুযায়ী জেলা কারাগারে প্রথম শ্রেণির মর্যাদায় ছিলেন।

এদিকে, ১৬ জানুয়ারি একই আদালতের বিচারক মো. মইনুল হাসান ইউসুব ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ দফায় অন্তর্বর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেছিলেন। এ নিয়ে এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ পাঁচবার বৃদ্ধি হল।

গাইবান্ধা কোর্ট (সিএসআই) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এমপি লিটন অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আদালতে স্ব-শরীরে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক মামলার জামিনের সময় বৃদ্ধি করেন। তবে জামিন বৃদ্ধির পরবর্তীর আদেশের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, এমপি লিটনের স্থায়ী জামিন চেয়ে আমলি আদালতে পঞ্চম দফায় আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে জামিনের সময় বর্ধিত করেছেন।

উল্লেখ্য, জেলার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় ২ অক্টোবর এমপি লিটনের পিস্তুলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন সৌরভ (১২)। সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত ২৬ অক্টোবর বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।