যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদলীয় মনোনয়ন প্রত্যাশী রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে মনে করেন না বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। টক শো বা রিয়েলিটি শোর উপস্থাপনা করা আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মধ্যে বেশ ফারাক রয়েছে জানিয়েছে একথা বলেন ওবামা। এক্ষেত্রে মার্কিনিরাও বেশ সংবেদনশীল বলে মন্তব্য করেন ওবামা। ক্যালিফোর্নিয়ার সানিল্যান্ডসে প্রথমবারের মতো আয়োজিত ইউএস-আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের একথা বলেন প্রেসিডেন্ট ওবামা। খবর পিটিঅাই’র
সাংবাদিকদেরকে ওবামা বলেন, ‘মি. ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না বলে আমার বিশ্বাস অব্যাহত রয়েছে। এর কারণ মার্কিন জনগণের উপর আমার যথেষ্ট বিশ্বাস অাছে এবং আমি মনে করি তারা এটা মানে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বেশ দায়িত্বশীল একটি কাজ। এটা কোনো টকশো বা রিয়েলিটি শোর উপস্থাপনা করা নয়। এটা পদোন্নতি পাওয়া নয়। এটা কোনো মার্কেটিং জবও না।’
এদিকে, বারাক ওবামার এমন মন্তব্যের জবাবও দিয়েছেন রিয়েল এস্টেট টাইকুন মি. ট্রাম্প। ২০১২ সালের নির্বাচনে তিনি [ট্রাম্প] প্রার্থী না হওয়ায় ওবামা বেশ সৌভাগ্যবান কারণ এমনটি হলে ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারতেন না বলে মন্তব্য করেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী এই ব্যবসায়ী। ট্রাম্পের ভাষায়, ‘আপনি ভাগ্যবান যে আমি শেষবার প্রতিদ্বন্দ্বিতা করেনি যখন রমনি লড়েছিল। এমনটি হলে আপনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারতেন না।’
সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন মি. ট্রাম্প। এই রাজ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে।