বাহরাইনে অবৈধ প্রবেশ ও অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে চারজন মার্কিন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানের পাঁচ বছর পূর্তিতে ডাকা বিক্ষোভ থেকে এদের গ্রেফতার করা হয়।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী মানামার দক্ষিণে শিয়া অধ্যুষিত গ্রাম সিত্রা থেকে ঐ চারজনকে আটক করা হয়েছে। গ্রামটিকে কেন্দ্র করেই দেশটিতে বার বার সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। এই সাংবাদিকরা ১১ এবং ১২ ফেব্রুয়ারি মধ্যে দেশটিতে ঢুকেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনা থারেস ডে এবং বাকিরা তার দলের সদস্য। তবে ডে’র পরিবার এ কথা অস্বীকার করেছেন। এদিকে মার্কিন সরকারি কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভের দিনকে স্মরণ করে আয়োজিত মিছিল, সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি