নারায়ণগঞ্জ ফতুল্লার শাহীবাজার এলাকায় সন্ত্রাসীদের পিটুনীতে আহত যুবক শাহজাহান মারা গেছে। ঘটনার ৬ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়েছে।
নিহত শাহজাহান ফতুল্লার কুতুবপুর চিতাশাল এলাকার মৃত. আমির হোসেনের ছেলে এবং শাহীবাজার এলাকায় অবস্থিত নাসির হোসেনের মালিকানাধীন কনকর্ড ক্যাবল টিভি নেটওয়ার্কের কর্মচারী।
নাসির হোসেন তার কর্মচারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দৈনিক বার্তাকে জানান, শাহীবাজার আমতলা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী খোকন তার সহযোগী রনি, সাজু, সোহেলকে নিয়ে আমার ডিশ লাইনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় ৯ ফেব্রুয়ারি আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কর্মচারীদের মারপিট করে। এরপর প্রতিষ্ঠানের মূল্যবান সরঞ্জামা ভেঙ্গে ফেলে এবং প্রতিষ্ঠানের বাহিরে তালা লাগিয়ে দেয়।
তিনি বলেন, এঘটনার পরদিন ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। ওই দিন বিকাল ৫টায় অভিযোগের ঘটনা তদন্তে যান এসআই মজিবুর রহমান। সেসময় পুলিশের সামনে শাহজাহান প্রতিষ্ঠানের তালা খুলতে গেলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে এক কিলোমিটার দুরে নিয়ে যায়। এরপর এলোপাতাড়ি পেটায় সন্ত্রাসীরা।
পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে শহরের ৩০০ শয্যা হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ঘটনার পরপর থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি। হাসপাতাল থেকে শাহজাহানের লাশ তার বাড়িতে আনা হয়েছে।এ ব্যাপারে নতুন করে ফের অভিযোগ দিয়ে মামলা করার চেষ্টা চলছে।
এসআই মজিবুর রহমান জানান, তখন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টা তদন্তাধীন থাকায় মামলা হয়নি।