10ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভাঙ্গা-সদরপুর সড়কের দরগাবাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত ফয়েজ আহম্মেদ (৩৫) চাঁদপুর জেলার সাহারাস্তি থানার আবু তাহেরের ছেলে। আহতদের ভাঙ্গা ও সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আটরশির ঔরস শরীফ থেকে ফেরার পথে মাইক্রোবাসটি ফিরছিল। এসময় হয়তো চালক ঘমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করেছে।