10রাজশাহীর পবায় দুই কিশোর জাহিদ ও ইমনের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টায় পবার দুয়াড়ী এলাকায় রাজশাহী-তানোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

এর আগে বেলা ১২টার দিকে পবার দুয়াড়ী এলাকায় জমায়েত হয় জাহিদের অধ্যয়নরত বাকশারা স্কুলের শত শত শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন এলাকাবাসীরাও। এ সময় বিভিন্ন স্লোগান আর ব্যানার নিয়ে শিক্ষার্থীরা কিশোর জাহিদ এবং ইমনের উপর নির্যাতনের প্রতিবাদ জানায় এবং দোষীদের শাস্তির দাবি জানায়। ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি।

উল্লেখ্য, শুক্রবার সকালে পবার চৌবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাকিবের একটি মোবাইল ফোন চুরি হয়। ওই ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে শিশু জাহিদ ও ইমনকে ঘরে আটকে রেখে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হয়।

এদিকে, মামলা হলেও এ ঘটনার মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি। মামলার পর আজিজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে পলাতক মামলার আসামি নাসির হোসেন, সাগর, পলাশ, সামদী, উজ্জল, মাসুম, কমল, আবদুর রাজ্জাক, অনিক হোসেন, ফজলুর রহমান, বারিক ও রাকিব।