অ্যাঙ্গোলায় একটি খনি থেকে ৪০৪ ক্যারেটের বিশালাকার একটি হীরকখণ্ড উত্তোলন করা হয়েছে। অস্ট্রেলীয় কোম্পানি উত্তোলিত হীরাটি দৈর্ঘ্যে সাত সেন্টিমিটারেরও বেশি। এর বাজার মূল্য ১৪ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার।
সোমবার লুকাপা হীরা কোম্পানি এক বিবৃতিতে জানায়, অ্যাঙ্গোলায় পাওয়া হীরাগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ও বিশ্বের ২৭তম বৃহৎ হীরা। যে খনিতে হীরাটি পাওয়া গেছে সেখান থেকে আরো ৬০টি বিশেষ ধরনের হীরা উত্তোলন করা হয়েছে। খনিটিতে গত বছর আগস্ট থেকে কাজ করছে অস্ট্রেলীয় কোম্পানিটি।
প্রায় এক শতাব্দী পর গত বছর বোতসোয়ানায় সর্বোচ্চ এক হাজার ১১১ ক্যারেটের হীরার সন্ধান পাওয়া যায়। এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরাটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। সূত্র: এএফপি