00অসুস্থ তারামন বিবিকে (বীর প্রতীক) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ থেকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তিন সদস্যের মেডিকেল বোর্ড।

মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার তাকে ঢাকায় স্থানান্তরের কথা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সোমবার তারামন বিবিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তার চিকিৎসার জন্য মচিমহার হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল বারীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্য সদস্যরা হলেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শংকর নারায়ণ দাশ ও বক্ষব্যাধি বিভাগের সহকারি অধ্যাপক জাহিদ হোসেন।

হাসপাতালে তারামন বিবি বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে যাই। বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী। তিনি অনেক সহযোগিতা করেছেন। আমি বেঁচে থাকতে চাই।’

এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তারমান বিবি এখন কিছুটা সুস্থ রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিভাগের প্রধান প্রফেসর সাইফুল বারী জানান, তারামন বিবির ফুসফুসের সমস্যা দীর্ঘদিনের। তিনি বর্তমানে ফুসফুসের জটিল রোগে ভুগছেন। সেকারণেই তিনি প্রায়ই শ্বাসকষ্টে আক্রান্ত হন।  এ জন্য তাকে ঢাকার বক্ষব্যধি হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।