দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ,১৩ ফেব্রুয়ারি ২০১৬: পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হলে এক বছরের মাথায় কমপক্ষে ৩৪ কোটি টাকা আয় হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সার্বিকভাবে মূল পদ্মা সেতুর কাজের ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৪ নম্বর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। রোববার (১৪ ফেব্র“য়ারি) থেকে ৫ নম্বর পাইলিংয়ের কাজ শুরু হবে।শনিবার বেলা সাড়ে ১১টায় দোগাছি পদ্মা সেতুর প্রকল্প সার্ভিস এরিয়া-১ এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে চার লেন দু’টি সড়ক নির্মাণের কাজ দেওয়া হয়েছে। ঢাকার পোস্তগোলা থেকে মাওয়া পর্যন্ত এ চার লেন সড়কের কাজ শুরু করা হবে।তিনি বলেন, এ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ করতে হবে না। আগেই এর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী এ কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে। এছাড়া পদ্মার অপর প্রান্ত ভাঙ্গা পর্যন্ত চার লেন সড়কের কাজও সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কর্নেল যোবায়ের সারোয়ার, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী তারেব ইকবাল প্রমুখ।