দৈনিকবার্তা-ঝিনাইদহ, ১১ ফেব্রুয়ারি ২০১৬: ঝিনাইদহ ক্যাডেট কলেজ যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে যাচ্ছে। এ বিষয় নিয়ে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কলেজটির অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজ অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী জানান, অচিরেই ঝিনাইদহ ক্যাডেট কলেজ যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হতে যাচ্ছে।
তিনি জনান, গত ১৭ নভেম্বর ইউকে’র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দঝঃড়বি ঝপযড়ড়ষ’ এর প্রতিনিধি লে. কমান্ডার ডেভিড ক্রিসলি ও ক্যাপ্টেন এন্ডু গুডাল ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন করেন। সে সময় তারা ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষকমন্ডলীর সাথে শিক্ষা বিনিময় নিয়ে আলোচনা করেন। দেশে ফিরে প্রতিনিধি দলটি উভয় দেশের শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচিসহ শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণ ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে ঝিনাইদহ ক্যাডেট কলেজ বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে বলে উল্লেখ করেন কলেজের অধ্যক্ষ।