দৈনিকবার্তা-ফেনী, ১১ ফেব্রুয়ারি ২০১৬: জ্ঞানের মূল বিষয় বিশ্বব্যাপী এক, তবে এর স্থানীয় প্রয়োগ আছে। আঞ্চলিক পরিবেশ শিক্ষার জন্য খুবই উপযোগী। ফেনী ইউনির্ভাসিটি ছাত্র হয়ে নিজেকে দূর্বল ভাবার কিছু নেই।প্রযুক্তির কল্যাণে সারাবিশ্ব এখন মানুষের হাতের মুঠোয় এসেছে, ফলে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা দেখছে আমরাও তা দেখছি। বিশ্বের নামী-দামী অনেক বিশ্ববিদ্যালয় ছোট শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এমন অনেক শহর আছে যেগুলোকে ওই বিশ্ববিদ্যালয়ের নামে মানুষ এখন ছেনে, তেমনি ফেনী ইউনির্ভাসিটির নামে একদিন মানুষ ফেনীকে ছিনবে। তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বৃহস্পতিবার ফেনী ইউনির্ভাসিটি স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেনী ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুস সাত্তার, অধ্যাপক সিমিন মাহমুদ, ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, ফেনী ইউনির্ভাসিটির ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, রেজিস্টার ড. মোঃ নাজমুল আহসান। বক্তব্য রাখেন ফেনী ইউনির্ভাসিটির সহকারী অধ্যাপক আবুল কাশেম, প্রভাষক আবুল খায়ের, শিক্ষার্থী শেখ শাহপরান, সিরাজাম মুনিরা, আলী আহমদ, এনাম উল্যাহ প্রমুখ।