দৈনিকবার্তা-গুয়াহাটি (ভারত), ১০ ফেব্রুয়ারি ২০১৬ : ভারতের গুয়াহাটি ও শিলং-এ চলমান ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ এনে দিলেন শুটার শাকিল আহমেদ। ৫০ মিটার পিস্তলে স্বর্ণ পদক জয় করেছেন শাকিল। শাকিলের আগে বাংলাদেশ আরও তিনটি স্বর্ণ জিতেছিলো। সাঁতার থেকে দু’টি ও ভারোত্তলনথেকে ১টি স্বর্ণ জয় করে বাংলাদেশ।
এবারের আসরে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন ভারোত্তলক মাবিয়া আকতার সীমান্ত। পরের দু’টি স্বর্ণ সাতাঁর থেকে জিতেছে বাংলাদেশ। ১০০ মিটারব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটারব্রেস্টস্টোকে স্বর্ণ পদক জিতেনেন মাহফুজা আক্তার শীলা।