SAgames-thenewscompany

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬: এসএ গেমসের তৃতীয় দিনে আরও একবার সোনা জয়ের আনন্দে মাতল বাংলাদেশ। দ্বিতীয় সোনাটি এসেছে অনেকটা অপ্রত্যাশিতভাবে, সাঁতার থেকে। গুয়াহাটির ডক্টর জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছেন মাহফুজা খাতুন শিলা। সোনা জিততে মাহফুজা সময় নিয়েছেন ১ মিনিট ২০:২০ সেকেন্ড। এক আসর পর সাঁতার থেকে আবারও সোনা জিতল বাংলাদেশ। গতবার দেশের মাটিতে (২০১০) হওয়া এস এ গেমসের পদক তালিকায় দ্বিতীয় স্থানে নাম লেখালেও সাঁতার থেকে কোনো সোনা জিততে পারেনি বাংলাদেশ।এর আগে রোববার ভারোত্তোলন বাংলাদেশকে দিয়েছে এই গেমসের প্রথম সোনা। ৬৩ কেজি ওজন শ্রেণিতে দেশকে এই সাফল্য এনে দেন মাবিয়া আক্তার সীমান্ত।দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) সাঁতারে ১০ বছর ধরে চলা সোনার পদকের খরা দূর করলেন মাহফুজা আক্তার শীলা। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।

২০০৬ সালে সর্বশেষ সাঁতার থেকে সোনার পদক পেয়েছিল বাংলাদেশ।এসএ গেমসের গত ১১ আসর মিলিয়ে বাংলাদেশের জেতা ৬৩টি সোনার পদকের মধ্যে ১৫টিই এসেছিল সাঁতার থেকে। ২০১০ সালের আসরে নিজেদের পুলে ৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ সাঁতারুরা। মাবিয়া আক্তার সীমান্তএসএ গেমসের তৃতীয় দিনে প্রথম সোনার পদক জেতেলবাংলাদেশ। ভারোত্তোলনেই এল বাংলাদেশের প্রথম সোনা। গুয়াহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৬৩ কেজি ওজন শ্রেণিতে দেশকে এই সাফল্য এনে দিলেন মাবিয়া আক্তার সীমান্ত।রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। রোববার ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে।ভারোত্তোলনে কাল দুর্ভাগ্যক্রমে রুপা হাতছাড়া হয়েছে মোল্লা সাবিরার।এসএ গেমসে এ ছাড়া এখনো পর্যন্ত ভারোত্তোলনে ও সাঁতারে আর পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।