দৈনিকবার্তা-ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ায় রোববার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নতুন কমিটির নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আনন্দ মিছিল ও উল্লাস করে সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার রাতে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাবির ছেলেদের ১২টি হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা জেলা শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
সকাল থেকেই ঢাবি, জবি, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ রাজধানীর বিভিন্ন ইউনিট শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন।তারা এ সময় সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের পক্ষে আনন্দ মিছিল করে তাদের স্বাগত জানান।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী বলেন, দীর্ঘদিন পরে হলেও কমিটি ঘোষিত হওয়ায় নেতা-কর্মীরা খুশি। এর ফলে কাজের গতি অনেক বেড়ে যাবে।
সরকার বিরোধী আন্দোলনে নতুন কমিটির নেতারা জোরালো ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ছাত্রদল সভাপতি রাজীব আহসান। এ সময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সোয়া ৩টার দিকে কার্যালয় ত্যাগ করেন তিনি।