শাহবাগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬:  রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের সামনের শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।শনিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

মামুনুর বলেন, অবৈধ এসব দোকানের কারণে পার্কে শিশুরা প্রবেশ করতে পারে না। তাছাড়া এসব দোকান ও স্থাপনার আড়াল থেকে নারীদের ব্যাগ ছিনতাইসহ নানা কর্মকাণ্ড ঘটে। পার্কে অবাদ যাতায়াত নিশ্চিত করতেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। করপোরেশনের দুটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে দেয়া হয়েছে। দোকানীদের মালামাল সরিয়ে নেয়ার জন্য দুদিন আগ থেকেই বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, মুখে বললেও কেউ মালামাল সরায়নি। এর আগেও বেশ কয়েকবার স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু অভিযান শেষ হতেই তা আবার দখল হয়ে যায়।

সিটি করপোরেশনের দু’টি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। এরই মধ্যে শিশুপার্কের সামনের ৭০ থেকে ৮০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পার্কসংলগ্ন ফুলের দোকানগুলোসহ পাশের ফুলের মার্কেটের বর্ধিতাংশও ভেঙে দেওয়া হচ্ছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ ব্যাপারে বলেন, শাহবাগের এই এলাকায় যতো দোকানপাট রয়েছে, সবগুলোই অবৈধভাবে গড়ে উঠেছে। একটা পার্কের সামনে এভাবে সৌন্দর্য নষ্ট করে দোকানপাট-হকার থাকতে পারে না। এর আগেও দু’বার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু অভিযান শেষ হতেই সবাই আবার ফিরে এসেছেন।তিনি আরও বলেন, এই এলাকা থেকে দোকানপাটসহ মালামাল সরিয়ে নিতে দু’দিন ধরে মাইকিং করা হয়েছে। তারপরও এতে কেউ কান দেননি। এজন্য উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

তবে শিশুপার্কের সামনের এলাকার দোকানি জয়নাল, মাসুক, নাসিরসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেছেন, পূর্ববর্তী কোনো নোটশ ছাড়াই তাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে।রেস্টুরেন্ট দু’টিকে জরিমানা করার ব্যাপারে মামুনুর রশীদ বলেন, শিশুপার্কের ভেতরে ১৪টি রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে অভিজাত স্ন্যাকস ও অপু স্ন্যাকসকে যথাক্রমে পাঁচ হাজার ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিজাত স্ন্যাকস নির্ধারিত সীমানার বাইরে টেবিল-চেয়ার রেখেছিল। আর অপু স্ন্যাকস মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল।ফুলের মার্কেটের বর্ধিতাংশ ভেঙে দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন, এই অংশটুকু অবৈধ বলেই তা ভেঙে দেওয়া হচ্ছে।