দৈনিকবার্তা-ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০১৬: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আসন্ন কাউন্সিল বানচাল করার কোন পরিকল্পনা সরকারের নেই বরং চাইলে এব্যাপারে সরকার তাদের সহযোগিতা করবে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হকার্স লীগ আয়োজিত জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে হকার উচ্ছেদ নয়, হকার পুনর্বাসন চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আয়োজক সংগঠনের সভাপতি এসএম জাকারিয়া হানিফের সভাপতিত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এমএ করিম, সাংগঠনটির সাধারণ সম্পাদক হাজী মোজাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সরকার বিএনপির কাউন্সিল বন্ধ করতে চায়- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে হাছান মাহমুদ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা তাদের কাউন্সিল বন্ধ করতে চাই না। যে দল চেয়ারে বসা নিয়ে নিজেদের কার্যালয়ে মারামারি করতে পারে, আবার যে দলে আসল আর নকল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি হয়, সে দলের কাউন্সিল অন্য কাউকে বন্ধ করতে হয় না।
ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করার পাশাপাশি পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদ করুন এবং পাশাপাশি তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। সেই লক্ষ্যে সিটি করপোরেশন প্রাথমিকভাবে ৫০ ও পরবর্তীতে ১০০টি স্থানে ছুটির দিনে খোলা মার্কেট বসানোর উদ্যোগ নিতে পারে।তিনি বলেন, ফুটপাতে হকারদের কারণে সাধারণ পথচারীর চলাচলে যেন সমস্যা না হয়, সেই উদ্যেগের পাশাপাশি গরিব হকারদের যেন পেটে লাথি না পড়ে সে দিকেও লক্ষ্য রাখতে হবে।