দৈনিকবার্তা-তানোর (রাজশাহী), ০৫ ফেব্রুয়ারি ২০১৬: রাজশাহীর তানোর উপজেলা কামারগাঁ ইউপি এলাকায় অবস্থিত চৌবাড়িয়া যাবার রাস্তার পূর্ব দিকে ছাঐড় বালিকা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের সামনে খেলার মাঠ। তারপর প্রায় ৪ বিঘা জমিতে গড়ে উঠেছে আমবাগানে দীর্ঘ এক যুগ ধরে সাথি ফসল ধান চাষ করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ। ফলে তার নিজস্ব জমিতে স্কুল খেলার মাঠ আমবাগান লিচু বাগান ও ধানের চাষ করে এক অনান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধান শিক্ষক। জানা গেছে, ১৯৯৯ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। স্কুল প্রতিষ্ঠার জন্যে প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ ৭৫ শতাংশ জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। স্কুল প্রতিষ্ঠা করার একটা দৃঢ় স্বপ্ন ছিল তার।
এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। আশপাশের জেলা সহ দেশে বিভিন্ন স্থানে রয়েছে তার ফুটবল নৈপণ্যের যাদু। সুলতান আহম্মেদ খেলোয়াড় থেকে ২০০১ সালের দিকে বিচরণ ঘটে রাজনীতিতে। তার আগেই প্রতিষ্ঠা করেন নিজের জমিতে স্কুল। গড়ে তুলেন শিক্ষার্থীদের প্রকৃত প্রেমী বানানে আম বাগানে চাষ করে আসছেন সাথি ফসল হিসাবে ধান। আমের সময় তার বাগানে শিক্ষার্থীরা সহ এলাকার অনেকেই ফ্রি আম খেয়ে থাকেন। সবার সঙ্গে রয়েছে সুসম্পর্ক। সুশিলমনা এক তরুণ উদীয়মান। ওই স্কুলের শিক্ষক রবিউল ইসলাম জানান, স্কুলের সামনে চমৎকার প্রকৃতি গড়ে তুলেছেন প্রধান শিক্ষক। এ নিয়ে প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ জানান, স্বপ্নে ছিল এই জায়গায়তে স্কুল গড়ে আম লিচু বাগান সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে প্রকৃতির মধ্যে শিক্ষার্থীদের গড়ে তোলা। ১২ বছর ধরে এ আমবাগানে ধান, সরিষা পার্শ্বে পুকুর।
পুকুরের পাড়ে লিচু বাগান, সুপারি, নারিকেল গাছ সহ বিভিন্ন গাছ গড়ে তোলা হয়েছে। স্কুলটিতে ৭ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থী রয়েছে ১১০ জন। কৃষি অফিস জানান, উপজেলা জুড়ে আম-বাগান রয়েছে ৩৬০ হেক্টর জমিতে। মিশ্র আম-বাগানের যদিও সঠিক হিসাব নেই কৃষি অফিসের। কিন্তু অনুমান করে জানায়, ৭০ থেকে ৮০ হেক্টর জমিতে মিশ্র আম-বাগান থাকতে পারে বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যাদের জমির পরিমাণ সামান্য তাদের কৃষি বিভাগ থেকে মিশ্র ফসলের জন্যে পরামর্শ দেয়া হয়েছে। ফলে এখন আম-বাগানে ধান চাষ ব্যাপক হারে হচ্ছে।