দৈনিকবার্তা-ঢাকা, ০৫ ফেব্রুয়ারি ২০১৬: উচ্চাঙ্গ সংগীতের সাধক ওস্তাদ ইয়াসিন খান গতকাল ০৪ ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের উচ্চাঙ্গ সংগীতের অন্যতম পথিকৃৎ ওস্তাদ ইয়াসিন খান এর মৃত্যুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারিবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ধ্রুপদ ধারায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি গুণীজন সংবর্ধনা এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন থেকে স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন শাস্ত্রীয় সংগীতের এই বরেণ্য শিল্পী।
দেশের শিল্প ও সংস্কৃতি বিশেষ করে শাস্ত্রীয় সংগীতের উন্নয়ন ও বিকাশের লক্ষে তিনি বলিষ্ঠ অবদান রেখেছেন তা বাংলাদেশ শিল্পকলা একাডেমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শাস্ত্রীয় সংগীতশিল্পের ক্ষেত্রে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। একাডেমির সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারিবৃন্দ প্রয়াত শাস্ত্রীয় সংগীতের বরেণ্য শিল্পী ওস্তাদ ইয়াসিন খান এর বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।