“বাংলাদেশের পাখি” বিষয়ক আলোচনা: প্রধান আলোচক পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক

বাংলাদেশের পাখি

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ ফেব্রুয়ারি ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের আয়োজনে আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার বিকেল ৩.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত জাদুঘর সংলগ্ন ফ্রেপড মিলনায়তনে বাংলাদেশের পাখি বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক, পরিবেশবিদ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক । সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সিদ্দীকুর রহমান, পরিবেশ বাচাও আন্দোলন পবা এর চেয়ারম্যান আবু নাসের খান, গ্রিন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসীম কাতাবী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর প্রতিনিধি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী উপদেষ্টা শাহীন রেজা রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হাসান।