জুলিয়ান অ্যাসেঞ্জ

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ ফেব্রুয়ারি ২০১৬: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ বলেছেন, জাতিসংঘের বিচারকদের প্যানেল তার বিরুদ্ধে আটকাদেশ জারি করলে তিনি শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।তিনি তিন বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি এক বিবৃতিতে বৃহস্পতিবার বলেন, যুক্তরাজ্য ও সুইডেনে আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় আমি হেরে গেছি এই মর্মে আগামিকাল জাতিসংঘ রায় ঘোষণা করলে আমি শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করব।তিনি আরো বলেন, আমি আশা করছি আইনে আমার যে অধিকার সংরক্ষিত রয়েছে তার আওতায় অবিলম্বে আমার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হবে এবং আমাকে ফের গ্রেফতার করার প্রচেষ্টা করা হবে না।

শুক্রবার ‘জুলিয়ান অ্যাসাঞ্জ ভার্সেস ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন’ শীর্ষক মামলার রায় দেবে জাতিসংঘের ‘ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আর্বিট্রেরি ডিটেনশন (ডব্লিউজিএডি)। এ মামলায় যদি পরাজয় ঘটে, তাহলে একইদিন স্থানীয় সময় দুপুরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে অ্যাসাঞ্জ বেরিয়ে আসবেন বলে ঘোষণা দিয়েছেন।দু’জন নারীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী নির্যাতনের মামলায় সুইডেনের আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ২০১২ সালের আগস্ট থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। দূতাবাস থেকে বের হলেই তাকে গ্রেফতার করার জন্য প্রস্তুত রয়েছে ব্রিটিশ পুলিশ।