ইরানের বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বারের মতবিনিময়

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ ফেব্রুয়ারি ২০১৬: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে বাংলাদেশে সফররত ইরানের শিল্প, খনি এবং বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ রেজা মওদুদী’র নেতৃত্বে ১৫-সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ঢাকা চেম্বারে অনুষ্ঠিত হয়।বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি এ সময় উপস্থিত ছিলেন।

ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ ইরানের প্রতিনিধিদলের সদস্যগণকে ঢাকা চেম্বারে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন যাবত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়ে রয়েছে। তিনি প্রতিনিধিদলের সদস্যদের বাংলাদেশে তৈরি পোশাক, টেক্সটাইল, জাহাজ নির্মাণ, চামড়া ও পাদুকা, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক, সিমেন্ট এবং পর্যটন খাতে বিনিয়োগের আহবান জানান।

ডিসিসিআই সভাপতি বলেন, ২০১৪-’১৫ অর্থবছরে বাংলাদেশ ও ইরানের মধ্যে আমদানি ও রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ০০.২১ ও ৪৯.৮৩ মিলিয়ন মার্কিন ডলার। তিনি ইরানের বাজারে বাংলাদেশের কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং তৈরি পোশাক প্রভৃতি পণ্যের প্রবেশাধিকারের বিষয়ে সহযোগিতা প্রদানের আহবান জানান।ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি ব্যাংকিং লেনদেন এবং প্রযুক্তি বিষয়ক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলের নেতা এবং ইরানের শিল্প, খনি এবং বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ রেজা মওদুদী ইরান-বাংলাদেশ যৌথ চেম্বার স্থাপনের প্রস্তাব করেন। তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য নিয়মিতভাবে প্রতিনিধিদল প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।