চার্জ-শুনানি-পিছিয়েছে-ফখরুলসহ-২৩-জনের-500x320

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০১৬: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে, তা অত্যন্ত ভয়াবহ। সব পর্যায়ে চলে এসেছে রাজনৈতিক বিভক্তি; এমনকি তা বাদ যাচ্ছে না বিয়ের অনুষ্ঠানেও।বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় মির্জা ফখরুল বক্তব্য দেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্রিকেট অঙ্গন এর ব্যানারে ওই স্মরণ সভার আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি বারবার জাতীয় ঐক্যের কথা বলছে। জাতীয় ঐক্য না হলে অন্ধকার গহ্বর থেকে বের হওয়া যবে না।
কোকোকে বাংলাদেশে আধুনিক ক্রিকেটের রূপকার আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এখন ক্রীড়াঙ্গনেও রাজনৈতিকীকরণ হচ্ছে। এতে ক্রীড়াঙ্গন দুর্বল হয়ে যায়। কোকোর মৃত্যুতে ক্রিকেট বোর্ড একটি শোক বাণী পর্যন্ত দেয়নি। এটি করলে কোনো ক্ষতি হতো না।শোকসভায় মির্জা ফখরুল বলেন, দেশে এখন বিভক্ত রাজনীতির সংস্কৃতি চলছে। ক্রীড়াঙ্গনসহ সমাজের সব স্তরে তা ছড়িয়ে পড়েছে।খন্দকার জামিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সহ-সভাপতি নুরুল কবির শাহীন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ক্রিকেট অঙ্গন সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, ক্রীড়া সংগঠক মো. মোজাফ্ফর, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ। এদিকে, বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিরাজগঞ্জে ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ জন নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করা হয়েছে। আমরা এধরণের রায়ে চরম হতাশ ও সংক্ষুদ্ধ হয়েছি। আমরা এ রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, দেশবাসী আজ আওয়ামী দু:শাসন ও অমানবিক কর্মকাণ্ডে আতঙ্কিত। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে নাজেহাল করার চেষ্টা চালিয়ে রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়, অতীত ইতিহাস তাই সাক্ষ্য দেয়। নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ণ চালিয়ে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনো দিনই সফল হবেনা।