দৈনিকবার্তা-ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০১৬: অটোরিকশা ও বাসের ভাড়া আদায়ে নৈরাজ্য এবং বিভিন্ন অনিয়ম বন্ধে রাজধানীতে আবারো অভিযানে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকার মানিক মিয়া এভিনিউ, যাত্রাবাড়ী ও শাহবাগে বুধবার বেলা দুইটা থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অভিযান চালানো হয় বলে বিআরটিএ এর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিজি শাহনেওয়াজ তালুকদার জানান।এই অভিযানে গাড়ির ফিটনেস ও লাইসেন্স পরীক্ষার পাশাপাশি বাস ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দেখা হচ্ছে।
মানিক মিয়া এভিনিউয়ের অভিযানে উপস্থিত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কের অরাজকতা ও বিশৃঙ্খলা রাতারাতি ঠিক করা যাবে না। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি ও ফুটপাতের অবৈধ দখলকে যানজটের ‘অন্যতম কারণ’ হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফুটপাত দখল সমাস্যার সমাধানের চেষ্টা করছি।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি মিটারে কারসাজি, ভাড়া আদায়ে অনিয়ম ও যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে মাননীয় মন্ত্রী আজকের অভিযানে থাকছেন।গত ১ নভেম্বর থেকে চালু হওয়া বর্ধিত ভাড়া অনুযায়ী অটোরিকশা চালকদেরকে মিটার মেনে চলার কথা থাকলেও বাস্তবে তা আর ঘটছে না বলে যাত্রীদের অভিযোগ। কোনো চালক মিটারে যেতে রাজি হলেও বাড়তি ২০-৫০ টাকা দাবি করছেন। অটোরিকশার ভাড়া নিয়ে প্রতিদিনই রাজধানীতে চালকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়াচ্ছেন যাত্রীরা।