60276_000

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০১৬: মুষ্টিমেয় দু’একজনের সুবিধার জন্য আমাদের মন্ত্রিসভায় থাকার দরকার নেই।তাই সময়-সুযোগ ও পরিস্থিতি বুঝে আমরা মন্ত্রিসভা থেকে সড়ে আসবো। এ জন্য পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দায়িত্ব দেয়া হয়েছে- এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।বুধবার রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে এক প্রস্তুতি সভা চলাকালীন সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আমরা কারো লেজুরভিত্তিক হয়ে থাকতে চাই না। আমার মন্ত্রী হওয়ারও কোনো ইচ্ছা নেই। আমাদের ক্ষমতায় যেতে হবে। প্রতিটি নেতাকর্মী মূল্যায়িত হবে।তিনি বলেন, আমি ভিত্তশালী নই, আমার কোনো বাহিনী নেই। পদ-পদবী নিয়ে ব্যবসা করতে আসেনি। জনগণের জন্য কিছু করতে এসেছি।

নেতাকর্মীদের উদ্দেশ করে জিএম কাদের বলেন, ‘আশা করি আমি কোনো সিদ্ধান্ত নিলে আপনারা মেনে নিবেন। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পর্যালোচনা করার সময় মতবিরোধ থাকতেই পারে। কিন্তু সিদ্ধান্ত কার্যকর করার সময় কোনো মতবিরোধ থাকবে না। কাদের বলেন, পার্টিতে পদ-পদবী নিয়ে প্রতিযোগিতা থাকবে কিন্তু মতবিরোধ থাকবে না। মতবিরোধের ঊর্ধ্বে এসে সবাইকে চলতে হবে। অল্পকিছু পাওয়ার জন্য আমরা যুদ্ধ করছি না। সবকিছু পাওয়ার জন্যই যুদ্ধ করছি। ইতিপূর্বে পার্টি থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে।

, দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হিসেবে দেখতে চায়। এজন্য আগামী ইউপি নির্বাচনের আগেই মন্ত্রিসভা ছাড়ার চেষ্টা করা হবে। এছাড়া আগামী কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করা হবে। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল প্রস্তুতি কমিটির সভায় শেষে তিনি একথা বলেন। আসন্ন কাউন্সিল সফল করতে জিএম কাদেরকে আহবায়ক এবং রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি ঘোষণা করেছিলেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রস্তুতি সভায় রুহুল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।