যানজট নিরসনে পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের প্রস্তাব

দৈনিকবার্তা-ঢাকা,১ফেব্র“য়ারি, ২০১৬ : যানজট নিরসনে গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তাভাবনা করছে সরকার। মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স-১৯৮৩’ এর পরিবর্তে ২টি ভিন্ন আইন হচ্ছে। নতুন আইনে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, ঢাকা শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরাতন জরাজীর্ণ ট্যাক্সিক্যাবের পরিবর্তে ঢাকা মহানগরীতে আধুনিক মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হয়েছে।মন্ত্রী আরও বলেন, এক পরিবারে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না- এ ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। তবে মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স-১৯৮৩ এর পরিবর্তে ২টি ভিন্ন আইন করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫ ও সড়ক পরিবহন আইন-২০১৫ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া সড়ক পরিবহন আইন-২০১৫ তে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

এদিকে, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, ১২৭ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে দেশের সকল উপজেলায় দরিদ্র মহিলাদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে।তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে আরও বলেন, ‘ইনকাম জেনারেটিং একটিভিটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন এ্যাট উপজেলা লেবেল’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান ও তাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকার তার গৃহীত পরিকল্পনা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি যথারীতি পরিচালনা করছে।মেহের আফরোজ বলেন, সরকার গৃহীত কার্যক্রমের মধ্যে রয়েছে ভিজিডি কর্মসূচি, মাতৃতত্বকাল ভাতা কর্মসূচি, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি, অনুদান বিতরণ, ক্ষুদ্রঋণ বিতরণ, সেলাই মেশিন বিতরণ, জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল।