দৈনিকবার্তা-বরগুনা,১ফেব্র“য়ারি,২০১৬ : বরগুনায় রেলিমা (৪০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী আব্দুল লতিফ খানকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ জানুয়ারি রাতে বরগুনার বেতাগী উপজেলার চরখালী গ্রামের আব্দুল লতিফ খান নিজ ঘরে রেলিমাকে (৪০) কুপিয়ে হত্যা করে। রেলিমার ভাই শাহ আলাম সিকদার বাদী হয়ে লতিফকে আসামি করে বেতাগী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হালদার বলেন, এ রায়ে আমরা খুশি হয়েছি। এ বিচারের মধ্য দিয়ে একটি পরিবার তাদের সন্তান হারানোর সঠিক বিচার পেল।আসামিপক্ষের আইনজীবী বিমান কান্তি গুহ বলেন, আমরা এ মামলায় ন্যায্য বিচার পাইনি তাই উচ্চ আদালতে আপিল করবো। আদালত সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দিয়েছেন