ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই

দৈনিকবার্তা-ফেনী,১ফেব্র“য়ারি,২০১৬ : ফেনীতে এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনী শহরের গ্রান্ড হক টাওয়ারের ব্যবসায়ী শহীদুল ইসলাম কামরুল ওইদিন দুপুরে গুদাম কোয়াটারস্থ বাসা থেকে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানস্থ ইউসিবিএল ব্যাংকে যাওয়ার পথে রেল গেট নামক স্থানে পৌছলে রিক্্রার গতিরোধ করে দূবৃত্তরা ব্যবসায়ীকে লক্ষ্য গুলি ছোড়ে ও হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। গুলির আওয়াজ ও শোর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যবসায়ী কামরুলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। আহত ব্যবসায়ী শহীদুল ইসলাম কামরুল ফেনীর পরশুরাম উপজেলার আবদুল কাইয়ুমের ছেলে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা জানান, আহত শহীদুল ইসলামকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।ফেনী মডেল থানার উপরিদর্শক (এসআই) রেগ্রাই চাকমা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে।