দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি ২০১৬: টুয়েন্টি টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো সফরকারী ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারত।রোবাবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসনের ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটে ১৯৭ রান করে অসিরা। ওপেনার হিসেবে খেলতে নেমে সেঞ্চুরি করেছেন ওয়াটসন। ৭১ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়াটসনের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কার মার ছিলো। এছাড়া ট্রাভিস হেড ২৬ ও উসমান খাজা ১৪ রান করেন। ভারতের পক্ষে ১টি করে উইকেট নেন আশিষ নেহরা, জাসপিরিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও যুবরাজ সিং। জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে উপরের সারির পাঁচ ব্যাটসম্যানের দৃঢ়তায় ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ভারত। রোহিত শর্মা ৩৮ বলে ৫২, শিখর ধাওয়ান ৯ বলে ২৬, বিরাট কোহলি ৩৬ বলে ৫০, সুরেশ রায়না ২৫ বলে অপরাজিত ৪৯ ও যুবরাজ সিং ১২ বলে অপরাজিত ১৫ রান করেন। অস্ট্রেলিয়ার ক্যামেরুন বয়েসি ২টি উইকেট নেন।ম্যাচের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। সিরিজ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি।