দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৩০ জানুয়ারি ২০১৬: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বেগম আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আলোচনা সভা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদ্দীন হাওলাদর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর কাউন্সিলর সিকদার খোকন, উপজেলা নারী সদস্য ও পৌর কাউন্সিলর সেলিনা আক্তার। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান খান, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বুলবুল দেওয়ান, আনিছুর রহমান, হায়দার সিকদার, আমিনুল ইসলাম আকন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল ওহোব, প্রবীর কুমার সাহা, সাজিয়া শারমিন, মোঃ রঞিম ফকির প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও বেগম আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ১ হাজার টাকা করে ৫০ জনকে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।