দৈনিকবার্তা-ফেনী, ২৯ জানুয়ারি ২০১৬: ফেনীর ফুলগাজীতে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ওমর শরিফ রাজু (২২) নামে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।আদালত সুত্রে জানা যায়, উপজেলার আমজাদ হাট বাজারের ক্ষুদ্র মোবাইল ফোন ব্যবসায়ী ওমর শরিফ রাজু গত কিছুদিন থেকে এক স্কুল ছাত্রীকে (১৫) মুঠোফোনে ও নানা কায়দায় উত্যক্ত করে আসছিল। ওই ছাত্রীর ভাই তানভীর আহম্মদ এ বিষয়ে প্রতিকার চেয়ে ফুলগাজী থানায় লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইভটিজিং বিষয়ে এক সভা চলাকালে বিভিন্ন বক্তা ওই ছাত্রীকে উত্যক্ত করার বিষয়টি তুলে ধরেন। ওই সভা থেকেই বখাটে যুবককে আটক করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা। পুলিশ তাকে আটক করে ইউএনও’র সামনে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা ভ্রাম্যমান আদালতে বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেন।