দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জানুয়ারি ২০১৬: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল আহসা প্রদেশের একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং আহত হয়েছেন আরো ৭ জন। মসজিদটি শিয়া মতাদর্শীদের বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছে, হামলায় জড়িত পাঁচজন সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলি হয়েছে পুলিশের। সন্ত্রাসীদের একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। দেশটির আল আরাবিয়া পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টারস এ সংবাদ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এই হামলায় জড়িতদের চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।গত বছর আইএস দু’টি মসজিদে বোমা হামলা চালানোর পর সৌদির পূর্বাঞ্চলে আগে থেকেই সতর্কতা বিরাজ করছিল। তার মধ্যেই এ ঘটনা ঘটলো। গত আগস্ট মাসে দক্ষিণ-পশ্চিম সৌদির একটি মসজিদে হামলার পর ১৫ জন নিহত হন। মে মাসে একজন আত্মঘাতী বোমারু পূর্বাঞ্চলের আল-কাদেহ গ্রামের আরেকটি মসজিদে হামলা চালালে ২১ জন নিহত হন।